করোনার এই কঠিন সময়ে তারকারা কে, কোথায় ঈদ উদযাপন করেছেন তা জানার আগ্রহ অনেকেরই। সেই আগ্রহ থেকেই আমাদের এ আয়োজন। ঈদের দিনে বাংলাদেশের জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের সঙ্গে কথা হয় যুগান্তরের। এই তারকা ক্রিকেটারের কেমন কাটল ঈদ- তা যুগান্তরের পাঠকদের জন্য তুলে ধরা হল-
যুগান্তর: আসসালামুআলাইকুম।
তাসকিন আহমেদ: ভাই ঈদ মোবারক, কেমন আছেন।
যুগান্তর: আলহামদুলিল্লাহ ভালো আছি।
যুগান্তর: আপনি কেমন আছেন?
তাসকিন আহমেদ: আলহামদুলিল্লাহ, আমিসহ পরিবারের সবাই ভালো আছে।
যুগান্তর: করোনায় ঈদ কেমন কাটল?
তাসকিন আহমেদ: আলহামদুলিল্লাহ, ভালোই কাটল।
যুগান্তর: ঈদের দিন আমরা সাধারণত আত্মীয়র বাসায় বা কোথাও ঘুরে বেড়াতে অভ্যস্ত। এবার কি কোথাও ঘুরতে গেলেন?
তাসকিন আহমেদ: না ভাই, এবার অনেক ডিফ্রেন্ট।
যুগান্তর: ঈদের জন্য এবার শপিং করেছেন?
তাসকিন আহমেদ: আসলে এবার তেমন কিছুই হয়নি।
যুগান্তর: তাহলে কি পুরাতন পোশাক দিয়েই ঈদ করেছেন?
তাসকিন আহমেদ: পুরাতন না, নতুনই বলা চলে। আগের কেনা অনেক পোশাক ছিল, সেই পোশাক দিয়েই আমি আর আব্বু ঈদ করেছি। নিজের জন্য এবার কোনো শপিং করা হয়নি। তবে করোনাভাইরাস কেন! এর চেয়ে বড় কোনো ভাইরাস হলেও মেয়েরা শপিংয়ে যাবেই, ওদের আপনি আটকাতে পারবেন না।
যুগান্তর: মহামারী করোনাভাইরাসের কারণে বাংলাদেশের একাধিক সিরিজ, এশিয়া কাপ সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ বাতিল হল…?
তাসকিন আহমেদ: আসলে যেটা চলে গেছে সেটা নিয়ে আফসোস করে হতাশ হয়ে কোনো লাভ নেই। এখন খেলার চেয়ে জীবন নিয়ে বেশি দুশ্চিন্তা হচ্ছে। এখন আমাদের যথা সম্ভব ভালো থাকার চেষ্টা করতে হবে।
যুগান্তর: ঈদুল আজহার দিনে যুগান্তরকে সময় দেয়ার জন্য ধন্যবাদ।
তাসকিন আহমেদ: আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন।
মন্তব্য করুন