আসন্ন ঈদুল-আজহা উপলক্ষ্যে ষষ্ঠবারের মতো ‘বিক্রয় বিরাট হাট পাওয়ার্ড বাই মিনিস্টার’ কুরবানি ক্যাম্পেইন নিয়ে এলো দেশের সর্ববৃহৎ অনলাইন মার্কেটপ্লেস ও গবাদি পশু কেনাবেচার জনপ্রিয় মাধ্যম বিক্রয় ডট কম এবং মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেড। সম্প্রতি, বিক্রয় ডট কম-এর প্রধান কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এ ক্যাম্পেইনের ঘোষণা দেওয়া হয়। ক্যাম্পেইনটি ঈদের আগের রাত পর্যন্ত চলবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিক্রয় ডট কম-এর সিইও ঈশিতা শারমিন; বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন; বিক্রয় ডট কম-এর হেড অব করপোরেট সেলস সঞ্জয় বিশ্বাস; মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া প্রমুখ। প্রতি বছরের মতো এবারের ঈদুল আজহায় সম্মানিত গ্রাহকদের জন্য বিভিন্ন গবাদি পশুর সমাহার নিয়ে এসেছে বিক্রয়। তাদের ওয়েবসাইটে ইতোমধ্যে ২,০০০-এরও বেশি কুরবানির পশুর বিজ্ঞাপন পোস্ট করা হয়েছে।
এ বছর বিক্রয়-মিনিস্টার তাদের গ্রাহক ও মেম্বারদের জন্য আয়োজন করেছে ব্যতিক্রমধর্মী বিরাট হাট (#BiratHaat2022) প্রতিযোগিতা। এ অনলাইন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের পক্ষ থেকে সর্বমোট ৬ লাখ টাকা মূল্যমানের আকর্ষণীয় ইলেক্ট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য জেতার অনন্য সুযোগ পাবেন। বিক্রয় ডট কম-এর হেড অব মার্কেটিং আরিফিন হোসাইন বলেন,‘বিগত বছরগুলোতে, এমনকি কোভিড পরিস্থিতিতেও ঈদুল আজহায় আমরা গ্রাহকদের থেকে প্রচুর সাড়া পেয়েছি। তাই এ বছর আমরা গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আরও বেশিসংখ্যক কুরবানির পশু নিয়ে এসেছি। প্রতিবারের মতো এ বছরও আমরা প্রচুর গ্রাহক ও মেম্বারদের অংশগ্রহণ আশা করছি।’
মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের হেড অব ব্র্যান্ড অ্যান্ড কমিউনিকেশন কেএমজি কিবরিয়া বলেন, ‘গত ২০ বছর ধরে মিনিস্টার-মাইওয়ান গ্রুপ ‘আমার পণ্য, আমার দেশ, গড়ব বাংলাদেশ’ স্লোগানকে লালন করে ব্যবসা পরিচালনা করে আসছে। দেশের প্রতিটি প্রান্তে তো বটেই, বর্তমানে আমরা দেশের বাইরেও হোম অ্যাপ্লায়েন্স রপ্তানি করার পরিকল্পনা করছি।
মন্তব্য করুন