সাকিবের জন্য প্রস্তুত বিকেএসপি

সাকিব আল হাসানের দেশে ফেরার কথা ছিল সোমবার। দু’দিন পিছিয়ে গেছে তার প্রত্যাবর্তন। যুক্তরাষ্ট্র থেকে আজ ফিরছেন তিনি।

তার পারিবারিক সূত্র এই খবর দিয়েছে। গত মার্চে দেশে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর সাকিব যুক্তরাষ্ট্রে পাড়ি জমান সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে।

সেখানে দ্বিতীয় কন্যাসন্তানের বাবা হন তিনি। যুক্তরাষ্ট্রে প্রায় পাঁচ মাস থাকার পর সাকিব একা ফিরছেন। সূত্র জানায়, এজন্য সপ্তাহখানেক আগে তার মা যুক্তরাষ্ট্রে গেছেন পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে থাকার জন্য।

সাকিবের এক বছরের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হবে ২৮ অক্টোবর। ২৯ অক্টোবর থেকে তিনি মুক্ত। দেশে ফেরার পর করোনা পরীক্ষা করাবেন সাকিব। রিপোর্ট নেগেটিভ এলে তিনি চলে যাবেন তার আঁতুড়ঘর বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি)। আর পজিটিভ হলে থাকবেন হোম কোয়ারেন্টিনে।

বিকেএসপিতে নাজমুল আবেদীন ও মোহাম্মদ সালাহউদ্দিনের অধীনে অনুশীলন করবেন। সেখানেও কোয়ারেন্টিনে থাকবেন তিনি। এ সময় সংবাদমাধ্যমের মুখোমুখি হবেন না সাকিব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছেন, একা অনুশীলন করতে কোনো আইনি বাধা নেই সাকিবের।

আসন্ন শ্রীলংকা সফরে দ্বিতীয় টেস্টে তার প্রথম মাঠে নামার কথা নিষেধাজ্ঞামুক্ত হওয়ার পর।

এদিকে বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. রাশীদুল হাসান একটি টিভি চ্যানেলকে জানিয়েছেন, সাকিবের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন মুশফিকুর রহিমও। তিনি জানান, প্রয়োজনে মনোবিদও থাকবেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে সহায়তা করার জন্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top