আজারেংকার প্রতিশোধ সেরেনার স্বপ্নভঙ্গ

এর আগে দশবারের দেখায় দশবারই হেরেছিলেন ভিক্টোরিয়া আজারেংকা। ১১ বারের দেখায় এই প্রথম সেরেনা উইলিয়ামসকে হারালেন বেলারুশের তারকা।

নারী এককে মার্গারেট কোর্টের ২৪টা গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড তাড়া করা সেরেনাকে থামতে হল এবারের ইউএস ওপেনের সেমিফাইনালে।

প্রথম সেট ৬-১ এ হারার পর আজারেংকা ঘুরে দাঁড়ান পরের দুই সেট ৬-৩, ৬-৩ এ জিতে। সাত বছর পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে খেলবেন তিনি।

২০১২ ও ২০১৩ ইউএস ওপেনের ফাইনালে সেরেনার কাছে হেরে যাওয়া আজারেংকা শেষবার গ্র্যান্ড স্লাম জিতেছিলেন সাত বছর আগে।

আর কিছুদিন পর নিজের ৩৯তম জন্মদিন পালন করতে যাওয়া সেরেনা তিন বছর ধরে নিষ্ফল চেষ্টা করে যাচ্ছেন মার্গারেট কোর্টের ২৪টি গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড স্পর্শ করতে। কে জানে আর কতদিন অপেক্ষা করতে হবে তাকে। ফাইনালে আজ জাপানের নাওমি ওসাকার মুখোমুখি হবেন আজারেংকা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top