সৌদিতে ইরান প্রশিক্ষিত ১০ সন্ত্রাসী গ্রেফতার

অস্ত্র, বিস্ফোরকসহ ইরানে প্রশিক্ষণ নেয়া ১০ সন্ত্রাসীকে গ্রেফতারের কথা জানিয়েছে সৌদি আরব। ওই সন্ত্রাসীদের ইরান প্রশিক্ষণ দিয়েছে বলে দাবি দেশটির।

সৌদি আরবের গোয়েন্দা সংস্থা জানিয়েছে, গত সপ্তাহে এ ১০ জনকে আটক করা হয়। তদন্তের পর দুইটি ঘাঁটিতে অভিযান চালিয়েছে সৌদি নিরাপত্তা বাহিনী। খবর ডয়চে ভেলের।

সৌদি প্রেসিডেন্সি অফ স্টেট সিকিউরিটির মুখপাত্র জানিয়েছেন, এদের মধ্যে তিনজনকে ইরান বিশেষ প্রশিক্ষণ দিয়েছিল। তারা ইরানে সামরিক প্রশিক্ষণ পেয়েছে।

তাছাড়া কীভাবে বিস্ফোরক তৈরি করতে হয়, তার প্রশিক্ষণও তাদের দেয়া হয়েছে। বাকি সাতজন আলাদা আলাদা ভূমিকা পালন করত।

গ্রেফতারকৃতদের কাছ থেকে পাঁচ কেজি গানপাউডার, ১৭ প্যাকেট রাসায়নিক, মিলিটারি ইউনিফর্ম, ছুরি, কালাশনিকভ মেশিন গান, রাইফেল, পিস্তল, প্রচুর গুলি পাওয়া গেছে বলে জানানো হয়েছে।

এদিকে সৌদি আরবের এমন অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে এটিকে বানোয়াট বলে আখ্যায়িত
করেছে তেহরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ মঙ্গলবার বলেছেন, রাজনৈতিক যুক্তিবাদকে একপাশে রেখে নোংরামি প্রদর্শনের অংশ হিসেবে সৌদি শাসকরা জনগণের মতামত প্রভাবিত করতে এবং নিজস্ব ব্যর্থ প্রচেষ্টাগুলো লুকানোর উদ্দেশ্যে ইরানের বিরুদ্ধে মিথ্যা অপবাদের পথ বেছে নিয়েছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top