কলকাতা মোহামেডানে খেলা নিয়ে যা বললেন জামাল ভূঁইয়া

ভারতে শনিবার শুরু হচ্ছে আই লিগ। ভারতের হলেও এই লিগে নজর রাখবে বাংলাদেশের দর্শকরা। 

বিশেষ করে কলকাতা মোহামেডানের ম্যাচগুলোর খবর রাখতে চাইবে দেশের ফুটবলপ্রেমীরা। 

সেটাই স্বাভাবিক। ক্লাবটির হয়ে এবার আই লিগ মাতাবেন বাংলাদেশ ফুটবলের ‘পোস্টারবয়’ জামাল ভূঁইয়া।

দিল্লির দল সুদেভা মুনলাইটের বিপক্ষের ম্যাচ দিয়ে আই লিগ মিশন শুরু হবে জামাল ভূঁইয়ারা। এর আগে শুক্রবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে আই লিগে খেলা ও তার দল কলকাতা মোহামেডান নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।

আই লিগ খেলার জন্য মুখিয়ে আছেন বলে জানান তিনি। 

তিনি বলেন, কলকাতা মোহামেডানে খেলা আমার জন্য স্পেশাল কিছু। আই লিগে ভালো কিছু করা একটা চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ নিয়ে এসেছি। প্রত্যেকের মতো আমিও ভালো ফলাফল চাই। আশা করি, ভালো কিছু উপহার দিতে পারব।

চ্যালেঞ্জ মোকাবিলায় কোনো চাপ অনুভব করছেন কি না – সাংবাদিকদের এমন প্রশ্নে জামাল ভূঁইয়া বলেন, আমি কোনো চাপ অনুভব করছি না। আপনি যেখানেই ফুটবল খেলতে যান চাপ থাকবেই। আর চাপ সামলাতে না পারলে তো ফুটবল খেলা যাবে না। তাই মাঠে নামা বা না নামা নয়, আমি নিজের খেলার ওপর নজর দেব। আমি যে বড় ম্যাচগুলো খেলেছি সেগুলোর অভিজ্ঞতা অবশ্যই কাজে লাগাব। দলের তরুণদের সঙ্গে অভিজ্ঞতা শেয়ার করব। ইউেরাপে খেলার অভিজ্ঞতাও কাজে লাগাব। বলতে গেলে সমর্থকরা একটি ক্ষুধার্ত দল দেখতে পাবে মাঠে, যারা জয়ের জন্য খেলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top