নন্দীগ্রামে মুখ্যমন্ত্রীর দফতর ও ‘ভূমিকন্যার বাড়ি’ বানাবেন মমতা

ফের ক্ষমতায় এলে মুখ্যমন্ত্রীর দফতর (সিএমও) নন্দীগ্রামে করবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি নন্দীগ্রামে ‘আন্দোলনের ভূমিকন্যার বাড়ি’ও বানাবেন বলে জানিয়েছেন তিনি।  

আনন্দবাজারের খবরে বলা হয়, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার দিন গত ১০ মার্চ সন্ধ্যায় আহত হন মমতা। তার ঠিক ১৮ দিন পরে রোববার ফের নন্দীগ্রাম আসেন তিনি। 

এ দিন বিকালে প্রথমে রেয়াপাড়ায় বসন্ত উৎসবে অংশ নেন তিনি। পরে বিরুলিয়াতেও একটি জনসভা করেন। দুই মঞ্চ থেকেই মমতা নন্দীগ্রামে একটি বাড়ি বানানোর কথা বলেন। পাশাপাশি বিরুলিয়ার মঞ্চ থেকে তিনি নন্দীগ্রামে সিএমও বানাবেন বলেও জানান।

বিরুলিয়ার সভায় মমতা বলেন, আমার একটা কাজের সিস্টেম আছে। এখনও কালীঘাটে আমার কেন্দ্রে একটা সিএমও আছে। যে কোনো লোক গেল, আমি না-ই বা থাকলাম, তার যে কাজ তারা ওখান থেকে গিয়ে করে নিয়ে আসে। আমাকে তো সব সময় পাওয়া যায় না। কিন্তু আমার সেটআপ আছে। আর নন্দীগ্রাম থেকে আমি জিতে আপনাদের এখানে সিএমও অফিস করে দেব। এবং আপনাদের এখানে আমার নিজস্ব একটা অফিসও থাকবে। আমি চাই কাজগুলো হোক।

মনোনয়নপত্র জমা দেওয়ার আগেই নন্দীগ্রামে রেয়াপাড়ায় একটি বাড়ি ভাড়া নেন মমতা। সেটির কথা উল্লেখ করে মমতা জানান, আমি এক বছরের জন্য ঘর ভাড়া নিয়েছি। পরে একটা ছোট্ট কুঁড়েঘর বানিয়ে নেব। ঠিক আমার বাড়ির (কালীঘাটের বাড়ি) মতো। নন্দীগ্রামের মানুষের জন্য এটা আমার উপহার। আমি হয়তো চিরকাল বাঁচব না। কিন্তু ওই বাড়িটা দেখতে দেশ-বিদেশ থেকে সবাই আসবে। ওটা হবে আন্দোলনের ভূমিকন্যার বাড়ি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top