প্রথমবারের মতো মহাকাশে সোলার পাওয়ার প্লান্ট তৈরি করছে চীন। বৃহৎ এ প্রকল্পটি একেবারে প্রাথমিক পর্যায়ে রয়েছে। সবকিছু ঠিক থাকলে চীন আগামী ২০২৮ সালে এ পাওয়ার প্ল্যান্ট চালু করবে। মহাকাশে চীনের সোলার স্পেস স্টেশন স্থাপনের উদ্দেশ্য-সৌরশক্তিকে বিদ্যুৎ এবং মাইক্রোওয়েভে রূপান্তর করা। এমনটাই বলছেন বিজ্ঞানীরা। এ ছাড়া আরও বেশ কিছু ক্ষেত্রে এ শক্তিকে ব্যবহার করবে চীন। আর সেই লক্ষ্যেই এ মুহূর্তে কাজ করছে সে দেশের বিজ্ঞানীরা। এখন দিন-রাত জেগে এ প্রকল্প বাস্তবায়নে কাজ করছে চীনের মহাকাশ বিজ্ঞানীরা।
সোলার পাওয়ার প্ল্যান্ট নিয়ে শিডিয়ান বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা দল গবেষণা করেছে। তারা জানিয়েছে, সোলার স্টেশনটি পৃথিবীতে সৌরশক্তি পরিবহণ করতে সক্ষম হবে। ইতোমধ্যেই প্রাথমিক পর্যায়ে সফল পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছে পুরো বিষয়টি। তবে এ বিষয়ে আরও কিছু গবেষণা প্রয়োজন। গবেষণা শেষে ২০২৮ সালের মধ্যেই সোলার স্টেশনটি কাজ শুরু করে দেবে বলে আশাবাদী চীনের বিজ্ঞানীরা।