রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে কুলছুম বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
রোববার (১৯ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কুলছুম বেগম দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চরদৌলতদিয়া খালেক মৃধা গ্রামের খলিল মন্ডলের স্ত্রী।
পরিবার সূত্রে জানা যায়, বিকেলে ঘর ঝাড় দিচ্ছিলেন কুলছুম বেগম। এ সময় অসাবধানতাবশত ঝাড়ু সাব বাক্স (স্টিলের তৈরি মালামাল রাখার পাত্র) স্পর্শ করে। বক্সের ওপর রাখা ছিল মাল্টিপ্লাগ। তিনি বাক্সটি হাত দিয়ে পরিষ্কার করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।
দৌলতদিয়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মো. জামাল মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন